নারায়ণগঞ্জের আড়াইহাজারে দখলদারদের হাত থেকে প্রায় ৬০ কোটি টাকার ২৩ একর জমি উদ্ধার করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নির্দেশনায় জমিটি উদ্ধার করে ১ নম্বর খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করা হয়েছে। স্থানীয় সূত্রে কথা বলে জানা যায়, নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিশনন্দী ফেরিঘাট এলাকার নারায়ণগঞ্জ-ব্রাহ্মণবাড়িয়া সড়কের পাশে প্রায় ২৩ একর জমি প্রায় ৭০ বছর ধরে বেদখল অবস্থায় ছিল। ১৯৪৭ সালে ভারত ভাগের পর হিন্দু সম্প্রদায়ের মালিকরা ভারতে চলে গেলে অব্যবস্থাপনার সুযোগে স্থানীয় শতাধিক পরিবার ওই জমিতে চাষাবাদ শুরু করে। পরবর্তীতে ২০২০ সালে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর লোকজন কৃষকদের কাছ থেকে জমি দখলে নিয়ে অবৈধ বালুর ব্যবসা শুরু করেন। সবশেষ গত বছরের ৫ আগস্ট বিএনপির স্থানীয় নেতাকর্মীরাও জমি দখলে নেন। এ নিয়ে এলাকায় ফের রক্তক্ষয়ী সংঘর্ষের...