যে কোনো পরিস্থিতিতেই আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। কোনো ষড়যন্ত্রই এ নির্বাচন ঠেকানো কিংবা বিলম্বিত করার চেষ্টায় সফল হবে না।শিগগিরই বদলে যাবে রাজনীতির হিসাব। বিদ্যমান রাজনৈতিক চিত্র পাল্টে যাবে সহসাই। পিআরসহ বেশ কিছু দাবিতে যারা এখন জোটবদ্ধ হয়েছে, সেই জোটেও ভাঙন ধরতে পারে। প্রধান রাজনৈতিক দল বিএনপির সঙ্গেও জোটবদ্ধ হওয়ার আগ্রহ প্রকাশ করতে পারে অনেকে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন কৌশলও রাজনীতিতে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠতে পারে। একই সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনার পাশাপাশি প্রকাশ্য ও অপ্রকাশ্য ইতিবাচক অনেক ঘটনাই ঘটে যেতে পারে বলে বিভিন্ন দলসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের সময় নির্ধারণ করা হলেও এখনো এ নির্বাচন নিয়ে মানুষের সংশয় কাটেনি। অনেকে মনে করেন নির্বাচন বানচাল, পেছানো কিংবা প্রলম্বিত করার জন্য কতিপয় দল...