আজই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতির ঘোষণা দিতে যাচ্ছে যুক্তরাজ্য। স্থানীয় সময় বিকেলে এ সংক্রান্ত বিবৃতি প্রকাশ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। জুলাই মাসেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার কথা জানিয়েছিলেন তিনি। বিবিসি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। প্রতিবেদন বলছে, গাজায় ইসরায়েলি বর্বরতার জবাবে এই পদক্ষেপ নিচ্ছে যুক্তরাজ্য। ফিলিস্তিনের বিষয়ে যুক্তরাজ্য সরকারের এমন নীতি বদলের সমালোচনা করেছে ইসরায়েল। বিষয়টির সমালোচনা করেছে গাজায় জিম্মি থাকা ইসরায়েলিদের পরিবার এবং বেশকয়েকজন রক্ষণশীল ব্যক্তি। সোমবার বৈশ্বিক নেতাদের অংশগ্রহণে আয়োজিত হতে যাচ্ছে জাতিসংঘ সাধারণ...