রেকর্ডটা এতদিন ছিল সাকিব আল হাসানের দখলে। বাংলাদেশের সর্বোচ্চ টি-টোয়েন্টি উইকেট শিকারী ছিলেন তিনি। তবে এবার তার রেকর্ডে ভাগ বসিয়ে ফেলেছেন মোস্তাফিজুর রহমান। শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ ম্যাচে ৩ উইকেট নিয়ে বনে গেছেন যৌথভাবে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী। গত রাতে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশের পেসাররা যখন রান দিয়েছেন দেদারসে, তখন মোস্তাফিজ ছিলেন বেশ কিপটে। ৪ ওভার থেকে দিয়েছেন মোটে ২০ রান। তবে তিনি উইকেট তুলে নেওয়ার কাজটাও ভালোভাবেই করেছেন। নিজের দ্বিতীয় ওভারে কুশল পেরেরাকে লিটন দাসের ক্যাচ বানিয়ে যাত্রা শুরু মোস্তাফিজের। এরপর শেষ ওভারে কামিন্দু মেন্ডিসকেও কুশলের মতোই লিটনের তালুবন্দি করিয়ে সাজঘরের পথ দেখান। শেষ বলে ওয়ানিন্দু হাসারাঙ্গা তাকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দেন লং অফে তানজিদ হাসান তামিমের হাতে। তাতেই রেকর্ডটা ছোঁয়া হয়ে যায় তার। ১১৭ ম্যাচে ১১৬ ইনিংসে...