রাজধানীর পার্শ্ববর্তী এলাকায় সেফ হাউজ তৈরি করে সেখানে লুকিয়ে ছিল আদাবরের শীর্ষ সন্ত্রাসীরা। তবে শেষ পর্যন্ত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তেজগাঁও বিভাগের বিশেষ অভিযানে ধরা পড়েছেন শীর্ষ সন্ত্রাসী বেলচা মনিরসহ তার সহযোগী পাঁচজন। বাকি গ্রেপ্তাররা হলেন– মনির হোসেন ওরফে গুজা মনির, রাকিব হাওলাদার ওরফে ছোট রাকিব, মো. গোলাম রব্বানি ওরফে সাহস এবং মো. আকাশ খাঁন। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে হত্যার কাজে ব্যবহৃত তিনটি সামুরাই, একটি চাইনিজ কুড়াল ও একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করে ডিবি। ডিবি তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিব খাঁন জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ১৬ সেপ্টেম্বর ভোরে আদাবর-১০ নম্বর এলাকায় রিপন ওরফে নিপুকে নিজ বাসায় ঢুকে সামুরাই দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে বেলচা মনিরের নেতৃত্বাধীন গ্রুপ। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার...