চলতি এশিয়া কাপের গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে পরাজিত হয়ে সুপার ফোরে ওঠার সমীকরণ কঠিন করেছিল বাংলাদেশ। তবে আফগানদের হারিয়ে নানা যদি কিন্তুর পর টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড উঠে এসেছে টাইগাররা। যেখানে প্রথম ম্যাচেই সেই লঙ্কানদের বিপক্ষে মাঠে নেমেছে লিটনরা। তবে চ্যালেঞ্জিং ম্যাচে এবার জয় তুলে নিয়ে ফাইনালে ওঠার পথ সহজ করেছে বাংলাদেশ। গতকাল শনিবার রাতে আগে ব্যাট করতে নেমে টাইগারদের ১৬৯ রানের কঠিন টার্গেট ছুঁড়ে দেয় শ্রীলঙ্কা। তবে রান তাড়া করতে নেমে শুরু থেকেই জয়ের মানসিকতা নিয়ে খেলতে থাকে বাংলাদেশ। প্রয়োজনীয় রানরেটের সঙ্গে তাল মিলিয়ে রান তোলে সাইফ হাসান-তাওহীদ হৃদয়রা। শেষ পর্যন্ত এক বল ও ৪ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ। সুপার ফোরে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ছাড়াও রয়েছে ভারত এবং পাকিস্তান। প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলবে একটি করে...