বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আবারও সেই আলাদা পথে হাঁটতে শুরু করেছে। এই দলটির সাম্প্রতিক কর্মসূচি, বিশেষ করে প্রচলিত নির্বাচনী ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলনের নামে জনমত তৈরির যে চেষ্টা, তা স্পষ্টভাবে জাতি ও রাষ্ট্রের স্বার্থে চলমান জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার প্রয়াসকে বিভ্রান্ত করার কৌশল এবং কালক্ষেপণের অংশমাত্র।বর্তমানে বাংলাদেশে যে রাজনৈতিক স্রোতোধারা বহমান, সেটি মূলত ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর সম্মিলিত প্রয়াস। জুলাই সনদ এবং রাষ্ট্রকাঠামো সংস্কার নিয়ে আলোচনার মধ্য দিয়ে একটি গ্রহণযোগ্য রাজনৈতিক রূপরেখা তৈরির প্রচেষ্টা চলমান। কিন্তু এই আলোচনার গতি ও গুরুত্বকে প্রশ্নবিদ্ধ করতেই বাংলাদেশ জামায়াতে ইসলামী পুরনো কৌশলে নতুনভাবে রাজপথে নেমে এসেছে। এই কর্মসূচি আসলে কার বিরুদ্ধে এবং কেন, সেটি উপলব্ধি করতে তাদের দীর্ঘ ইতিহাস থেকে বর্তমান অবস্থানের ধারাবাহিকতা বোঝার চেষ্টা করাটা অত্যন্ত জরুরি।জামায়াতে ইসলামী আজ যেভাবে নির্বাচনী ব্যবস্থাকে আক্রমণ করছে, তা...