গতকাল ম্যাচের শুরু থেকে দারুন খেলেছে শ্রীলঙ্কা। আগে ব্যাট করতে নেমে পাওয়ারপ্লেতেই তারা তুলে নিয়েছে ৫৩ রান। এরপর মাঝের ওভার গুলোতে কিছুটা ধীর গতিতে রান তোলে লঙ্কানরা। তবে শেষ দিকে ঝড় তুলে বড় সংগ্রহের পথে এগিয়ে যায় তারা। তবে স্লগ ওভারে মুস্তাফিজের কাটারে দিশেহারা লঙ্কানরা সুবিধা করতে পারেনি। শেষ পর্যন্ত বাংলাদেশকে ১৬৯ রানের টার্গেট দেয় শ্রীলঙ্কা। তবে ঝড়ো ফিফটি হাঁকানো দাসুন শানাকা বলছেন, অন্তত ১০-১৫ রান কম করতে পেরেছেন তারা। এখানে তারা যেভাবে এগিয়েছিলেন, সেখান থেকে ১৮০ রান পর্যন্ত করার লক্ষ্য ছিল তাদের। তবে শেষ দিকে মুস্তাফিজের স্পেলে রান তুলতে না পেরে এই টাইগার বোলারকে কৃতিত্ব দিয়েছেন তিনি। প্রত্যাশার তুলনায় রান কিছুটা কম করতে পারার বিষয়ে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শানাকা বলেন, ‘আমরা মোমেন্টাম পেয়েছিলাম। তবে চারিথ আউট হওয়ার পর...