গাজায় ইসরায়েলি হামলায় আরও ৯১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এরমধ্যে গাজা সিটিতেই মারা গেছে ৭৬ জন। এছাড়া নতুন করে অভিযান শুরুর পর আগস্ট থেকে এলাকা ছেড়ে গেছে সাড়ে ৪ লাখ ফিলিস্তিনি। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। এদিকে, নতুন করে আইডিএফের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে ফিলিস্তিনিদের শরণার্থী শিবির, হাসপাতাল ও স্কুল। গাজা সিটিতে একটি তাঁবুতে হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছে। এ ছাড়া আল শিফা হাসপাতালেও হামলা হয়েছে। জাতিসংঘের প্রধান অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, গাজা ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। ইসরায়েলের হুমকিতে ভীত...