এদিকে, বারবার ভক্তদের হৃদপিণ্ডের পরীক্ষা নেয় টাইগার ক্রিকেটাররা। অতি উৎসাহে হাতের মুঠোয় থাকা ম্যাচ ফস্কে যাওয়ার আতঙ্ক ভর করে সর্বক্ষণ। শ্রীলংকার বিপক্ষে সুপার ফোরে আরও একবার দর্শকদের স্নায়ুর পরীক্ষা নিলো বাংলাদেশ। শেষ ওভারে প্রয়োজন ৫। প্রথম বলেই জাকের আলীর চার। পাঁচ বলে দরকার এক। এমন ম্যাচই কিনা হাতছাড়া হওয়ার যোগাড়। তিন বলের মধ্যে পড়লো দুই উইকেট। শেষ পর্যন্ত নাসুম-শামীমের মরিয়া চেষ্টায় এক বল হাতে রেখে জয়। টস জিতে বল হাতে টাইগাররা। ৪৪ রানে দলের প্রথম ব্রেক থ্রুটি দিয়েছেন তাসকিন আহমেদ। এক ম্যাচ পরই দলে জায়গা পেলেন শেখ মাহেদি হাসান। লংকার প্রথম তিন উইকেটের দুটিই গেছে তার ভান্ডারে। চার ওভারে দিয়েছেন মাত্র ২৫। লংকার শতরান ১৪ ওভার দুই বলে। হাতের মুঠোয় থাকা ম্যাচ ফস্কানোর প্রথম ভয়টা এলো তখনই। শরিফুল ইসলাম-নাসুম আহমেদরা...