দেশের ইসলামি শক্তির মধ্যে অনৈক্য তৈরি করে এবং উম্মাহর জন্য ক্ষতিকর এমন বক্তব্য থেকে আলেম সমাজকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। তিনি বলেন, আমাদের সমাজে এখনও আলেম সমাজ অধিক সম্মানিত এবং প্রভাবশালী। তাই সে সম্মান ও মর্যাদাকে কাজে লাগিয়ে সমাজ পরিবর্তনে তাদেরকে কাণ্ডারির ভূমিকায় অবতীর্ণ হতে হবে। শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ৮টায় রাজধানীর তানযিমুল উম্মাহ ফাউন্ডেশন মিলনায়তনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উলামা বিভাগের এক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আলেমদের আল্লাহ শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন; আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য দেশের আলেম সমাজকে ময়দানে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। মাওলানা আব্দুল হালিম বলেন, আলেমরা উম্মাহর শ্রেষ্ঠ ব্যক্তি। পবিত্র কুরআনের বর্ণনা মতে, আলেমরাই অধিক তাকওয়াবান তথা আল্লাহকে...