ডিজিটাল–দুনিয়ায় বেড়ে ওঠা জেনারেশন জেড প্রজন্ম। মোটাদাগে ১৯৯৭ থেকে ২০১২ সালের ভেতর যাদের জন্ম, তারাই হলো জেন-জি বা জেনারেশন জেড। বর্তমানে এই প্রজন্মের সদস্যদের বয়স ১৩ থেকে ২৮ বছর। তারা বাংলাদেশের অর্থনীতি ও ভোক্তা চরিত্রে নতুন ধারা তৈরি করছে। তারা একদিকে অনলাইনে আয় করছে, নানা ধরনের খণ্ডকালীন কাজ করছে। কেউ কেউ পুরোদমে চাকরিতে ঢুকে গেছে। সার্বিকভাবে বলা যায়, জেন–জি প্রজন্ম এখন বিশ্ববিদ্যালয়, উচ্চশিক্ষা ও প্রাথমিক কর্মজীবনের বড় অংশ দখল করছে। তাদের উল্লেখযোগ্য অংশ ফ্রিল্যান্সিং, ইউটিউব, কনটেন্ট ক্রিয়েশন, ই-কমার্স ইত্যাদি অনলাইন মাধ্যমে আয় করছে। তাদের খরচের প্রবণতাও একটু ভিন্ন। তারা ফ্যাশন, গ্যাজেট, ভ্রমণ ও লাইফস্টাইল—এসবে খরচ করছে উদারভাবে। শহর গ্রামনির্বিশেষে এই জেন–জি প্রজন্ম পোশাক–আশাকে বর্তমান প্রচলিত ধারার (ট্রেন্ড) সঙ্গে থাকতে চান। এ জন্য ফ্যাশন ও ব্র্যান্ড পোশাক কেনায় বেশি খরচ করেন...