ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। একসময় এর নাম ছিল পিতলগঞ্জ। ব্রিটিশ আমলে নীলকুঠিরদের নির্যাতনের বিরুদ্ধে খেয়ামাঝি ঈশ্বরপাটনী সাহসী ভূমিকা রেখে শহীদ হন। তাঁর স্মৃতিকে ধারণ করে পরবর্তীতে নামের সঙ্গে ‘গঞ্জ’ যুক্ত করে এ অঞ্চলের নামকরণ করা হয় ঈশ্বরগঞ্জ। মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালের ৯ ডিসেম্বর পাক-হানাদারমুক্ত হয় এ উপজেলা। পরে ১৯৮৩ সালের ১৫ নভেম্বর এটিকে উপজেলা হিসেবে ঘোষণা করা হয়। কৃষি উৎপাদনে সমৃদ্ধ চরাঞ্চল ও প্রাকৃতিক সৌন্দর্য এ অঞ্চলের বৈশিষ্ট্য। ঈশ্বরগঞ্জের ঐতিহাসিক ও সাংস্কৃতিক পরিচয়ে জড়িয়ে আছে বহু বিশিষ্ট ব্যক্তিত্বের স্মৃতি। ব্রহ্মপুত্র ও কাঁচামাটিয়া নদী বয়ে গেছে এর বুক চিরে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জীবনের শেষ সময়ে এসেছিলেন এখানকার আঠারবাড়ী জমিদারবাড়িতে। ১৯২৬ সালের ১৯ ফেব্রুয়ারি জমিদার প্রমোদ চন্দ্র রায় চৌধুরীর আমন্ত্রণে তিনি আতিথ্য গ্রহণ করেন। স্থানীয় জনশ্রুতি...