টাল অবস্থা বিরাজ করছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রমে। অল্পসংখ্যক স্থায়ী শিক্ষক ও অন্য বিভাগের শিক্ষকদের ওপর নির্ভর করে চলছে অন্তত ১৫ বিভাগের কার্যক্রম। এতে বিভাগগুলোতে সেশনজটের সৃষ্টি হয়েছে। কিছু বিভাগ সেশনজট কাটিয়ে উঠলেও মানসম্মত পাঠদান পাচ্ছেন না শিক্ষার্থীরা পাশাপাশি শিক্ষকদেরও অতিরিক্ত কোর্স পড়ানোর চাপ সামলাতে হচ্ছে। ফলে এ সব ভোগান্তি নিরসনে দ্রুত শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষক-শিক্ষার্থীরা। এদিকে বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৮০ জন শিক্ষকের প্রয়োজন থাকলেও মাত্র ৪০৬ জন শিক্ষক আছেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)। যা অ্যাক্রিডিটেশনের শর্তের চেয়ে অনেক কম। বিশ্ববিদ্যালয় সূত্রে, মোট ৩৬টি বিভাগের মধ্যে ১৫টি বিভাগে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট রয়েছে। এর মধ্যে ফাইন আর্টস বিভাগে ৫ জন, সমাজকল্যাণ বিভাগে ৩ জন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ৫ জন, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে ৩ জন, ফোকলোর...