২১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৬ এএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৮ এএম প্রতিনিয়তই যেন নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন লিওনেল মেসি। আবারও সতীর্থকে দিয়ে করালেন গোল। নিজে দুবার নাম লেখালেন স্কোর বোর্ডে। ডি. সি. ইউনাইটেডকে হারিয়ে জয়ের ধারা বজায় রাখল ইন্টার মায়ামিও। মেজর লিগ সকারে বাংলাদেশ সময় রোববার সকালে ঘরের মাঠে ৩-২ গোলে জিতেছে হাভিয়ের মাসচেরানোর দল। প্রথমার্ধে তারা এগিয়ে ছিল ১-০ গোলে। স্কোরলাইন নূন্যতম ব্যবধানে জয়ের কথা বললেও মায়ামির জয় নিয়ে তেমন শঙ্কা ছিল না। ম্যাচের যোগ করা সময়ের সপ্তম মিনিটে নিজেদের দ্বিতীয় গোলটি পায় ডি. সি.। ম্যাচের ৩৫তম মিনিটে মেসির বুদ্ধিদীপ্ত পাস থেকে মায়ামিকে এগিয়ে নেন তাদিও আলেন্দে। নিজেদর অর্ধ থেকে উঁচু লম্বা শটে বল বাড়ান মেসি। অফসাইডের জাল ছিড়ে বলের নিয়ন্ত্রণ নিয়ে ঠাণ্ডা মাথায় গোলরক্ষককে পরাস্ত করেন আলেন্দে। এই...