বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘স্বৈরাচারী সরকারের পতনের কয়েকদিন পরেই আমি বিভিন্ন জেলা ও উপজেলার সঙ্গে সভা করে বলেছিলাম, স্বৈরাচার পালিয়ে গেছে, কিন্তু অদৃশ্য শক্তি দিনে দিনে মাথাচাড়া দিয়ে ওঠবে। সেই কথা ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে।’ গতকাল শনিবার বিকেলে বিএনপির কিশোরগঞ্জ জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, ‘আজ দুটি শপথ নিতে হবেদলকে ঐক্যবদ্ধ রাখতে হবে, ব্যক্তিগতভাবে কেউ যেন দলকে ব্যবহার করতে না পারে। আর সবাইকে সচেতন থাকতে হবে, কেউ যেন বিএনপির নাম ব্যবহার করে ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে না পারে। জনগণের মাঝে যেন বিভ্রান্তি ছড়াতে না পারে।’ তিনি বলেন, ‘গত ১৬ বছর ধরে পতিত স্বৈরাচারের বিরুদ্ধে এদেশের মানুষ আন্দোলন করেছে এবং তাদের পতন ঘটিয়েছে। সেই স্বৈরাচার পালিয়েছে। এখন অন্তর্বর্তী...