প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নাগরিক সেবাকে জনবান্ধব করার লক্ষ্যে আওয়ামী লীগ সরকার অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই) কর্মসূচি গ্রহণ করেছিল। এর মাধ্যমে সরকারি সেবা ডিজিটাল উপায়ে মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। সেবার ডিজিটালকরণ ও সহজীকরণে এ কর্মসূচির প্রয়োজনীয়তা থাকলেও এর ব্যয় নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ধাপে ধাপে বাড়ানো হচ্ছে কর্মসূচির ব্যয়। ডিপিপিতে যুক্ত করা হচ্ছে অপ্রয়োজনীয় ও অসমঞ্জস বিভিন্ন উপাঙ্গ। পরিকল্পনা কমিশন সূত্রে এ কথা জানা গেছে। জানা গেছে, নাগরিককেন্দ্রিক উদ্ভাবন সংস্কৃতির প্রাতিষ্ঠানিকীকরণ এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণের মাধ্যমে দেশে এসডিজি অর্জন দ্রুততর করতে এটুআই কর্মসূচি নেওয়া হয়েছিল। প্রথমে কর্মসূচির মেয়াদ ছিল ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত। ব্যয় ধরা হয়েছিল ৪৮৫ কোটি টাকা। এর মধ্যে সরকারি অর্থ ৪০৩ কোটি এবং অনুদান প্রায় ৮২ কোটি টাকা। প্রথম ধাপের...