বাংলাদেশসহ ৯ দেশের ওপর ভিজিট ও কাজের ভিসায় নিষেধাজ্ঞা আরোপ করেছে সংযুক্ত আরব আমিরাত। ২০২৬ সালের জানুয়ারি থেকে নতুন এই নির্দেশনা কার্যকর হবে বলে জানা গেছে। বাংলাদেশ ছাড়াও এই তালিকায় থাকা ৮ দেশ হলো আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, উগান্ডা, ক্যামেরুন, সুদান এবং লেবানন। প্রসঙ্গত, ২০২৪ সালের অক্টোবর থেকে বাংলাদেশের নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা জারি করে সংযুক্ত আরব আমিরাত। এক বিবৃতিতে আমিরাতের ভিসা কর্র্তৃপক্ষ বলেছে, পরবর্তী আদেশ না আসা পর্যন্ত এই ৯ দেশের নাগরিকদের বাণিজ্যিক, কর্ম, ভ্রমণসহ সব ধরনের ভিসা প্রদান বন্ধ থাকবে। ঠিক কোন কোন কারণে এই ৯ দেশের ওপর অনির্দিষ্টকালের জন্য ভিসা নিষেধাজ্ঞা জারি হলো সে সম্পর্কে বিস্তারিত কিছু বলেনি আমিরাতের ভিসা কর্র্তৃপক্ষ। তবে দেশটির ভিসা সম্পর্কিত অনলাইন পোর্টাল ইউএই ভিসা অনলাইন ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, সাধারণত কোনো দেশের...