আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ‘সম্প্রীতি যাত্রা’ নামের একটি সামাজিক প্ল্যাটফর্ম দেশের ২৯টি জেলাকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। এর মধ্যে পাঁচটি জেলাকে উচ্চ ঝুঁকিপূর্ণ এবং ২৪টি জেলাকে মাঝারি ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে। গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এ তথ্য প্রকাশ করে। লেখক, সাহিত্যিক, কবি, সমাজকর্মী এবং সাংস্কৃতিক কর্মীদের উদ্যোগে গঠিত এই প্ল্যাটফর্ম জানায়, ২০১৪ থেকে ২০২৫ সাল পর্যন্ত দুর্গাপূজা ও অন্যান্য সময়ে পূজামণ্ডপ এবং সংখ্যালঘু বাড়িঘরে হামলার ঘটনার ওপর সংবাদমাধ্যম ও মানবাধিকার প্রতিবেদন বিশ্লেষণ করে তারা এই ঝুঁকির তালিকা প্রস্তুত করেছে। ঢাকা, রংপুর, যশোর, চাঁদপুর ও নোয়াখালী এই পাঁচটি জেলাকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে সম্প্রীতি যাত্রা। এ ছাড়া গাজীপুর, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজবাড়ী, চট্টগ্রাম, বান্দরবান, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, ফেনী, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, লালমনিরহাট, দিনাজপুর, গাইবান্ধা,...