ডেঙ্গুতে অস্বাভাবিক হারে বাড়ছে মৃত্যু ও শনাক্তের সংখ্যা। চলতি মাসে এখন পর্যন্ত এ বছরের সর্বোচ্চ মৃত্যু হয়েছে। সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরকে যে এ বছর ডেঙ্গু সংক্রমণের উচ্চঝুঁকির মাস হিসেবে বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহল বিবেচনা করছে, তা আগেই জানা গেছে। বেশকিছু দিন ধরে বিভিন্ন বিবেচনায় বলা হয়েছে, আগস্টের চেয়ে সেপ্টেম্বরে অন্তত দ্বিগুণ রোগী ও মৃত্যুর ঝুঁকি রয়েছে। এই উদ্বেগ ও ভয়াবহতা গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে সংক্রমণ বৃদ্ধি কীভাবে ঠেকানো যায় এবং মৃত্যুঝুঁকি কীভাবে কমানো যায়; সেদিকে মনোযোগ দেওয়াই যখন অন্যতম প্রধান তৎপরতা হওয়া উচিত, অত্যন্ত দুঃখের বিষয় তা পর্যাপ্ত পরিমাণে চোখে পড়েনি। ফল, যা হওয়ার তা-ই হচ্ছে; অর্থাৎ মৃত্যু ও নতুন করে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে।আরেকটি ভীতিকর বিষয় হচ্ছে, ডেঙ্গুর গ্রামায়ন। ডেঙ্গু অনেকদিন ধরেই আর শহর-নগরে সীমাবদ্ধ নেই। সীমাবদ্ধ নেই...