জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তির চট্টগ্রাম মহানগর শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে জাতীয় যুবশক্তির ভেরিফায়েড ফেসবুক পেজে এ কমিটির তালিকা প্রকাশ করা হয়। জাতীয় যুবশক্তির মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলের সুপারিশক্রমে এ কমিটি অনুমোদন করেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম ও সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম। কমিটিতে আহ্বায়ক করা ইরফাত ইব্রাহীমকে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয় মোহাম্মদ মাইনুল হোসেনকে। এছাড়া সদস্য সচিব মনোনীত হন আবু নাঈম মো. মোস্তফা রিমান এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব মনোনীত করা হয় হুজ্জাতুল ইসলাম সাঈদকে। এছাড়াও কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন মো. সাইফুল ইসলাম অর্ক, মো. আতাউল্লাহ আফফান, রুনা আক্তার। যুগ্ম সদস্য সচিব করা হয় রাইয়ান হোছাইন রাফি, মোহাম্মদ সজীব ভূঁইয়া, মনজুরুল...