শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে সুপার ফোর পর্বে বাংলাদেশের শুরুটা হলো জয় দিয়ে। দুবাইয়ে শ্রীলঙ্কার করা ৭ উইকেটে ১৬৮ রানের জবাবে বাংলাদেশ ১ বল ও ৪ উইকেট হাতে রেখে ১৬৯ রান করে জিতেছে ম্যাচটা। পরিস্থিতি সংকটাপন্ন না হলে লিটন দাস টস জিতে ব্যাটিংয়ের সাহস দেখান না। প্রতিপক্ষ যে দলই হোক না কেন, বাংলাদেশ অধিনায়ক টি-টোয়েন্টিতে আগে ব্যাটিং করতে প্রচ- অনাগ্রহী। তাই দুবাইয়ে টস জিতেও লিটন নিয়েছেন ফিল্ডিং। আফগানদের হারানোর পর একাদশে বেশ কিছু বদল। নুরুল হাসান সোহান ফের একাদশের বাইরে, বেঞ্চে বসেছেন রিশাদ হোসেনও। শরিফুল ইসলাম ফিরেছেন একাদশে, এসেছেন শেখ মেহেদি হাসানও। তবে এইসব পরিবর্তন কী কল্যাণ বয়ে আনল এবং কীসের ভিত্তিতে এসব বদল সবই প্রশ্নবিদ্ধ। শুধুই নুর আহমদকে করা শেষ ওভারটার জন্যই তাসকিনকে একাদশে রাখার কথা নয়। ৬ বলে ১২...