অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে আজ রবিবার রাতে ঢাকা ত্যাগ করছেন। সফরসঙ্গী হিসেবে নিচ্ছেন বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার শীর্ষস্থানীয় রাজনীতিককে। আসন্ন জাতীয় নির্বাচন ও সংস্কারের জন্য জুলাই জাতীয় সনদ কার্যকর করার বিষয়ে বেশ মতপার্থক্য রয়েছে, এমন তিন প্রধান দলের নেতাদের প্রধান উপদেষ্টার সফরসঙ্গী করাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে বেশ কথা চালাচালি হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম দেশ রূপান্তরকে বলেন, ‘রাজনৈতিক দলগুলো আমাদের সরকারের গুরুত্বপূর্ণ অংশীদার। আগামী জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সে প্রেক্ষাপটে রাজনীতিবিদদের সঙ্গে নিয়ে এই আন্তর্জাতিক সফরকে সরকারের রাজনৈতিক অন্তর্ভুক্তির বার্তা হিসেবে দেখা হচ্ছে।’ প্রধান উপদেষ্টার সঙ্গে থাকছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল...