সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। রোববার (২১ সেপ্টেম্বর) মহালয়া। মহালয়ার সকালে সূচনা হল এ পূজার। ভোর থেকে মন্দিরে মন্দিরে চলছে চণ্ডীপাঠ ও দেবী বন্দনা।এ দিন থেকেই শুরু দেবীপক্ষের। পুরাণমতে, এ দিন দেবীদুর্গার আবির্ভাব ঘটে। মূলত দুর্গাপূজার ক্ষণগণনাও শুরু এ দিন থেকে। শ্রীশ্রী চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবীদুর্গার আবাহনই মহালয়া হিসেবে পরিচিত।পূজার এ সূচনার দিনটি সারা দেশে আড়ম্বরের সঙ্গে উদযাপিত হবে। এ দিন সকাল থেকে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এ উপলক্ষে শ্রীশ্রী চণ্ডীপাঠসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ ছাড়া শ্রীশ্রী রমনা কালীমন্দির ও শ্রীমা আনন্দময়ী আশ্রম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মন্দিরসহ দেশের বিভিন্ন মন্দিরে মহালয়ার অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।শারদীয় দুর্গাপূজার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ এ মহালয়া। চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবীর আবাহন করেন ভক্ত-অনুসারীরা। চণ্ডীতেই আছে দেবীদুর্গার সৃষ্টির বর্ণনা ও...