শর্তসাপেক্ষে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের প্রাতিষ্ঠানিক সুবিধায় ভর্তির (পোষ্য কোটা) সিদ্ধান্ত স্থগিত করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি আজ রোববার বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভাও আহ্বান করা হয়েছে। শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে শনিবার দিবাগত রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে প্রাতিষ্ঠানিক সুবিধা নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতিতে রোববার (২১ সেপ্টেম্বর) জরুরি সিন্ডিকেট সভা আহবান করা হয়েছে।’ শনিবার বিকেল থেকে শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে এ সিদ্ধান্ত নিলো প্রশাসন। তবে সিদ্ধান্ত মেনে নেননি শিক্ষার্থীরা। তারা স্থগিত নয়, উপাচার্যের নির্বাহী ক্ষমতাবলে এ সিদ্ধান্ত বাতিল ঘোষণার দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন। রাতেও শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান করেন। তাদের দাবি মানা না হলে আন্দোলন চলবে বলেও...