রাজধানীর আজিমপুরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন আবাসন প্রকল্প হাতে নিয়েছে গণপূর্ত অধিদপ্তর, যা বাস্তবায়নে প্রথমে ৮৫৪ কোটি টাকার প্রস্তাব থাকলেও ব্যয়ের নানা খাত নিয়ে প্রশ্ন ওঠায় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ৮০ কোটি টাকা কমিয়ে ৭৭৪ কোটি ৫৯ লাখ টাকায় অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় ৯.৬৬ একর জমিতে পুরোনো ভবন ভেঙে ২০ তলার ১১টি বহুতল ভবনে ৮৩৬টি ফ্ল্যাট নির্মাণ হবে। তবে প্রস্তাবনায় কর্মকর্তাদের বেতন-ভাতা, গাড়ি, আসবাব, কমিটির সদস্য সম্মানী, এমনকি শিশুদের খেলার মাঠ ও পানি সংরক্ষণাগারের জন্য কোটি কোটি টাকা ব্যয় ধরা হয়েছিল, যা অপচয় ও অস্বচ্ছ ব্যয়ের উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। শেষ পর্যন্ত কিছু খাত থেকে ব্যয় সংকোচন করা হলেও প্রকল্পে এখনো কোটি কোটি টাকার অতিরিক্ত ব্যয় নির্ধারণের অভিযোগ রয়ে গেছে।নথিপত্র বলছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসনের...