ভিউ ব্যবসা যেন গণমাধ্যমের এক অদৃশ্য শৃঙ্খল হয়ে দাঁড়িয়েছে। ইউটিউব, ফেসবুক কিংবা অনলাইন নিউজ পোর্টাল—সবাই চাইছে এমন কনটেন্ট, যা মুহূর্তেই ভাইরাল হবে। এজন্য শিরোনামে বাড়াবাড়ি, ঘটনার সঙ্গে সম্পর্কহীন ছবি ব্যবহার, কিংবা গুজবকেও সত্যের মতো উপস্থাপন করা এখন সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। দর্শক টানতে গিয়ে অনেক সময় মানবিকতার সীমা পর্যন্ত লঙ্ঘিত হচ্ছে। দুর্ঘটনাস্থলে মানুষের সহায়তা করার বদলে ক্যামেরা চালানো, মৃতদেহের ছবি প্রকাশ কিংবা কারও ব্যক্তিগত ট্র্যাজেডিকে বিনোদনের মতো পরিবেশন করা—সবই হচ্ছে হলুদ সাংবাদিকতা আর ভিউ ব্যবসার দৌড়ে টিকে থাকার কৌশল। এ প্রবণতা শুধু সংবাদকে অবিশ্বস্ত করছে না, বরং সমাজে ভয়ংকর প্রভাব ফেলছে। জনগণ আসল সমস্যার চেয়ে তুচ্ছ বা চটকদার বিষয়ে বেশি মনোযোগী হয়ে পড়ছে। রাজনৈতিক দুর্নীতি, পরিবেশ ধ্বংস, শ্রমিক নিপীড়ন কিংবা স্বাস্থ্য ও শিক্ষার সংকটের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আড়ালে চলে যাচ্ছে।...