সম্পদের পাহাড় থাকা সত্ত্বেও পৃথিবীর বুকে মুসলমান অধ্যুষিত বহু দেশ আজ যুদ্ধ ও দুর্ভিক্ষের অভিশাপে জর্জরিত। মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ, বিশেষত মধ্যপ্রাচ্যের দেশগুলোর সম্পদ দিয়েই একটি শক্তিশালী বহুজাতিক ও অপ্রতিরোধ্য প্রতিরক্ষা বাহিনী গড়া সম্ভব, যা প্রয়োজনে যে কোনো দেশের পাশে দাঁড়াতে পারে এবং যে কোনো আক্রমণের দাঁতভাঙা জবাব দিতে পারে। অথচ কেবল নিজেদের মধ্যে অনৈক্য, পশ্চিমা বিশ্বের ওপর আস্থা, নিজস্ব রাজপরিবার, বিনিয়োগ ও সম্পদের নিরাপত্তার হীনস্বার্থে বৃহত্তর মুসলমানদের সম্মিলিত স্বার্থকে বিলিয়ে দেওয়ার কারণে আরব নেতারা বরাবরই সাধারণ মুসলমানদের দ্বারা প্রকাশ্যে কিংবা গোপনে ধিক্কৃত হয়েছেন। তথাপি তারা জেগেও ঘুমিয়ে থাকার ভান করছেন বলেই বিশ্বের বুক থেকে ফিলিস্তিন হারিয়ে যেতে বসেছে। নারী, শিশু, হাসপাতালের রোগী, আশ্রয় শিবিরের শরণার্থীসহ ৬৫ হাজারেরও বেশি ফিলিস্তিনির অকালমৃত্যু এবং লক্ষাধিক মানুষের পঙ্গুত্ব ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে কার্যকর ভূমিকায় নামাতে...