রাজধানীর বিভিন্ন এলাকায় রেস্টুরেন্ট ও ক্যাফের আড়ালে গড়ে ওঠা অবৈধ সিসা বারগুলোতে এখন আর রাত গভীর হওয়ার অপেক্ষা করতে হয় না। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে অনেকেই নতুন কৌশল নিয়েছে। আগে যেখানে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত চলত এসব আসর, এখন সেখানে বিকেল থেকেই জমে উঠছে ধোঁয়ার আড্ডা। রাত ১০টা থেকে ১১টার মধ্যে কার্যক্রম গুটিয়ে নেওয়া হলেও, ততক্ষণে তরুণ-তরুণীরা নেশায় বুঁদ হয়ে পড়ছে।ডিএনসি সূত্রে জানা যায়, ঢাকার গুলশান, বনানীসহ বিভিন্ন এলাকায় বহু রেস্টুরেন্ট ও ক্যাফের আড়ালে অনুমোদনহীন সিসা বার গড়ে উঠেছে। অতীতে রাত গভীর না হলে এসব চালু হতো না; কিন্তু সাম্প্রতিক সময়ে ডিএনসির অভিযানের পরিপ্রেক্ষিতে অনেকেই বিকেল ৪টা থেকেই কার্যক্রম শুরু করছে। সময়সীমা বদলালেও, মূলত আগের মতোই চলছে অবাধ সিসা সেবন। ক্যাফেগুলোর ভেতরে রঙিন আলো...