গ্রাউন্ড স্টেশস স্থাপন হলেও কার্যকারিতা নিশ্চিত নয় বিটিআরসি: স্টারলিংক সার্ভিসেস বাংলাদেশ লিমিটেড সারা দেশে চারটি স্থানীয় গেটওয়ে স্থাপন সম্পন্ন করেছে। বিটিআরসি সূত্রে জানা গেছে, গাজীপুরের হাইটেক পার্কে দুটি এবং রাজশাহী ও যশোরে একটি করে গেটওয়ে স্থাপন করা হয়েছে। তবে এগুলো পুরোপুরি কার্যকর কি না তা নিশ্চিত হতে পারেনি নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি।এর আগে বিটিআরসি স্টারলিংককে তিন মাসের জন্য ছাড় দেয়, যার মাধ্যমে গেটওয়ে ছাড়াই প্রতিষ্ঠানটি কার্যক্রম শুরু করতে পারে। যদিও নির্দেশিকা অনুযায়ী গেটওয়ে স্থাপন বাধ্যতামূলক ছিল। স্টারলিংককে গত ২৯ এপ্রিল অপারেটিং লাইসেন্স দেওয়ার পর ৮ মে পরীক্ষামূলক কার্যক্রমের অনুমতি দেওয়া হয়, যার মেয়াদ ৭ আগস্ট শেষ হয়।লাইসেন্সের শর্ত অনুযায়ী, সেবা শুরু করার আগে কোম্পানিকে অন্তত একটি গেটওয়ে সিস্টেম বাংলাদেশে স্থাপন করার কথা। বিটিআরসির নথি অনুসারে, ১০ আগস্ট স্টারলিংক ইমেইলের মাধ্যমে নিয়ন্ত্রক...