ইউক্রেনজুড়ে রাশিয়ার হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩০ জনের বেশি। শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে এ খবর। ইউক্রেনে প্রেসিডেন্ট বলেছেন, ইউক্রেনের বিভিন্ন অঞ্চলকে লক্ষ্য করে রাতভর ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এটি বেসামরিক মানুষকে ভয় দেখানো এবং অবকাঠামো ধ্বংসের পরিকল্পিত কৌশল বলে মন্তব্য করেছেন জেলেনস্কি। ইউক্রেনের বিমানবাহিনীর দাবি, একযোগে ৬১৯টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে মস্কো। তবে কেবল সামরিক শিল্প কারখানা লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে রুশ প্রতিরক্ষা...