শনিবার দিবাগত শেষ রাতের দিকে চট্টগ্রামের কর্ণফুলী থানার চরলক্ষ্যা শিকলবাহা এলাকায় এই অভিযান চালানো হয়। সাবেক মন্ত্রী জাবেদের বিদেশে অর্থপাচারের বাংলাদেশি এজেন্ট আব্দুল আজিজ ও তাঁর দেশের সম্পদ ‘দেখাশোনার’ দায়িত্বপ্রাপ্ত আরামিট গ্রুপের এজিএম উৎপল পালকে গত বুধবার গ্রেপ্তার করে দুদক। পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শনিবার রাতে এই অভিযান চালানো হয়। দুদকের উপ-পরিচালক মশিউর রহমান জানান, তারা জানতে পারেন জাবেদের স্ত্রী রুখমিলা জামানের গাড়িচালক ইলিয়াসের শিকলবাহার বাড়িতে জাবেদের অর্থপাচার ও দেশীয় ব্যবসার বিভিন্ন নথিপত্র লুকিয়ে রাখা হয়েছে। এই সংবাদে অভিযান চালানো হয়। অভিযান হতে পারে সন্দেহে ইলিয়াস তাঁর বাড়ি থেকে সব নথি সরিয়ে...