চার উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ এশিয়া কাপ ২০২৫ এর দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে । টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক লিটন কুমার দাস। একাদশে এদিন দুই পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। কিপার ব্যাটার নুরুল হাসান সোহান ও লেগ স্পিনার রিশাদ হোসেনকে সাইড বেঞ্চে রেখে একাদশে ঢোকেন পেসার শরীফুল ইসলাম ও স্পিনার শেখ মেহেদি। পাওয়ারপ্লের প্রথম ছয় ওভারে ঝড়ো শুরু করলেও নিশানকাকে তাসকিন ফেরালে রানের গতিতে কিছুটা ভাটা পড়ে শ্রীলঙ্কার। এরপর ফিরে যান আরেক ওপেনার কুশাল মেন্ডিসও। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৮ রান তোলে লঙ্কানরা। শানাকা করেন ৩৭ বলে সর্বোচ্চ ৬৪ রান। অন্যদিকে ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে তিন উইকেট তুলে নেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ১৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই...