বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বাংলাদেশের সংকট কাটিয়ে উঠতে প্রয়োজন ত্যাগী ও সংগ্রামী নেতৃত্ব, শেখ হাসিনার মতো স্বৈরতান্ত্রিক শাসন নয়। খালেদা জিয়াই সেই নেতৃত্বের প্রতিচ্ছবি, যিনি নির্যাতন-নিপীড়ন সহ্য করে জনগণের অধিকারের জন্য আজীবন লড়াই করেছেন।শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির আয়োজনে তেঘরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।গয়েশ্বর চন্দ্র রায় বলেন, নারী নেতৃত্ব মানে হওয়া উচিত মানবতার প্রতীক ও গণতন্ত্রের আশা। কিন্তু শেখ হাসিনা নারী হয়েও দেশকে রক্তাক্ত করেছেন, গণতন্ত্র ধ্বংস করেছেন এবং হাজারো পরিবারকে শোকাহত করেছেন। এ ধরনের নেতৃত্ব জাতির জন্য অভিশাপ।তিনি বলেন, আমরা চাই নারীরা রাজনীতিতে আসুক, নেতৃত্ব দিক। তবে সেই নেতৃত্ব হতে হবে জনগণের মুক্তির সংগ্রামে, গণতন্ত্রের প্রতিষ্ঠায়—স্বৈরতন্ত্রের স্বার্থে নয়।এনসিপির নাম পরিবর্তন হচ্ছে কি...