পিআর পদ্ধতি নির্বাচন এ দেশে হবে না বলে মন্তব্য করেছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে সিলেটের গোলাপগঞ্জে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ পরবর্তী গণমিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।তিনি বলেন, এ দেশের মানুষ পিআর পদ্ধতির কিছুই জানে না। এগুলো নির্বাচন বানচালের ষড়যন্ত্র। আমরা এ ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। এখনো গণতন্ত্র পূর্ণমাত্রায় প্রতিষ্ঠা পায়নি। আমরা এখনো গণতন্ত্রের জন্য লড়াই করছি। পিআরের দাবি বিভ্রান্তিমূলক। মানুষ ভোট দিয়ে নেতা নির্বাচন করতে চায়। একজনকে ভোট দিলাম, নেতা হয়ে গেল আরেকজন, এ পদ্ধতি দেশের মানুষ কখনোই মেনে নেবে না।তিনি বলেন, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার মানুষ গত ১৭ বছর ধরে...