পর্তুগালে বসবাসরত সব অভিবাসীর মানবিক মর্যাদা অনুযায়ী অভিবাসন নীতি ও অধিকার আদায়ের জন্য সলিডারিটি ইমিগ্রেন্টের ডাকা বিক্ষোভে একাত্মতা পোষণ করে বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ডায়াসপোরা অ্যালায়েন্স পর্তুগাল শাখা৷ স্থানীয় সময় শনিবার (২০ সেপ্টেম্বর) পর্তুগিজ পার্লামেন্টের সামনে রাজপথে বিক্ষোভে অংশ নেন তারা৷ এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে৷ বিক্ষোভকারীদের দাবিগুলো হলো—১. সব অভিবাসীর জন্য মানবিক অভিবাসন ব্যবস্থা ও ন্যাশনালিটি আইন প্রনয়ণ করা।২. পারিবারিক রিউনিফিকেশন সহজ করা এবং উন্মুক্ত করে দেওয়া।৩. অভিবাসীদের জন্য মানবিক সম্মান, মর্যাদা ও ন্যায়বিচার।৪. একজন কম, একজন বেশি...