সাদা পাথর লুটের মামলায় প্রায় ২ হাজার জনকে আসামি করলেও মাত্র ১৭ জন গ্রেফতার হয়েছে। একই অভিযোগে জেলা প্রশাসন ১৩৭ জন এবং দুদক অভিযুক্ত ৪২ জনের তালিকা করে। এসব তালিকায় আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, এনসিপির স্থানীয় শীর্ষ নেতাদের নামও রয়েছে। এদিকে লুটের ঘটনার মূল হোতা শাহাব উদ্দিন গ্রেফতার হলে তার রিমান্ড চায় পুলিশ। রোববার রিমান্ডের আবেদন জানালেও শুনানি হয়নি। এমন তথ্য দিয়েছেন কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ। এর আগে পাথর লুটের ঘটনায় অজ্ঞাতনামা ২ হাজার জনকে আসামি করে মামলা করেন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আনোয়ারুল হাবীব। এজাহারে বলা হয়, কিছু দুষ্কৃতকারী গত বছরের ৫ আগস্টের পর থেকে গেজেটভুক্ত ভোলাগঞ্জ পাথর কোয়ারি থেকে অবৈধ এবং অননুমোদিতভাবে কোটি টাকার পাথর লুটপাট করছে। যারা এ ঘটনায় জড়িত তাদের পরিচয় শনাক্ত করা...