ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস সতর্ক করে বলেছে, ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত থাকলে গাজায় বন্দি জিম্মিদের পরিণতি ১৯৮৬ সালে নিখোঁজ ইসরায়েলি পাইলট রন আরাদের মতো হতে পারে। স্থানীয় সময় শনিবার (২০ সেপ্টেম্বর) হামাসের সশস্ত্র শাখা এজ্জেদিন আল-কাসসাম ব্রিগেড গাজায় অবশিষ্ট জিম্মিদের ‘বিদায়ী’ ছবি প্রকাশ করে এই হুঁশিয়ারি দিয়েছে। খবর এএফপির। হামাসের প্রকাশ করা ছবিগুলোতে জিম্মিদের ‘বিদায়ী’ হিসেবে বর্ণনা করা হয়েছে। এর মাধ্যমে তারা ১৯৮৬ সালে লেবাননে বিমান বিধ্বস্তের পর নিখোঁজ পাইলট রন আরাদের ঘটনার প্রতি ইঙ্গিত করেছে। আরাদের দেহাবশেষ ফেরত আনা হয়নি, তাকে মৃত হিসেবেই ধরে নেওয়া হয়েছে। ২০২৩ সালের অক্টোবর মাসে ইসরায়েলের ওপর হামলার সময় ২৫১ জনকে আটক করা হয়েছিল, যাদের মধ্যে ৪৭ জন এখনো গাজায় বন্দি রয়েছেন। তাদের মধ্যে ২৫ জন মারা গেছেন বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ব্রিগেডগুলো ছবির...