ফ্যাসিবাদীদের সঙ্গে আঁতাতের পালটাপালটি অভিযোগ * আজ মনোনয়ন ফরম জমাদানের শেষ দিন চট্টগ্রাম চেম্বার নির্বাচনে বিএনপি ও জামায়াত এক প্রকার মুখোমুখি অবস্থানে চলে গেছে। চেম্বারের নেতৃত্বে আসতে তারা পরস্পরের বিরুদ্ধে আনছে অভিযোগ। বিএনপিপন্থিরা বলছেন, এখন যারা জামায়াতপন্থি সেজেছেন তারা নিজেরাই আওয়ামী লীগের ভেতরে ছিলেন। শুধু ভোটের জন্য অন্যদের ফ্যাসিবাদী ট্যাগ দিচ্ছেন। আবার জামায়াতপন্থিদের অভিযোগ, বিএনপিপন্থিরা ভোটে জিততে আওয়ামী লীগের সাবেক এমপি এমএ লতিফের লোকজনের সঙ্গে আঁতাত করছেন। তবে সাধারণ ব্যবসায়ীরা বলছেন, বাইরে ফ্যাসিবাদী বলে সবাই ধুয়া তুললেও স্বার্থের বেলায় দুপক্ষই আওয়ামী লীগকে কাছে টেনে চেম্বারের নেতৃত্ব বাগিয়ে নিতে চান। ঘোষিত শিডিউল অনুযায়ী, ১ নভেম্বর চট্টগ্রাম চেম্বার নির্বাচন। শনিবার ছিল মনোনয়ন ফরম গ্রহণের শেষ দিন। আজ জমাদানের শেষ দিন। গ্রহণের শেষ দিনে ৬০টির উপরে ফরম বিক্রি হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে...