কুমিল্লার বুড়িচংয়ে চুরির অভিযোগে কুকুর লেলিয়ে শ্রী জয় নামের এক যুবককে নির্যাতন করা হয়েছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার ময়নামতি ইউনিয়নের দেবপুরে সাকুরা স্টিল মিলের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাতে তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে শনিবার সংবাদ সম্মেলনে জানায় র্যাব-১১ সিপিসি ২। নির্যাতনের শিকার জয় জেলার চান্দিনা উপজেলার মাইজখার এলাকার শ্রী বিষ্ণুর ছেলে। পুলিশ জানায়, সাকুরা স্টিল মিলে বেশ কিছুদিন ধরে চুরির ঘটনা ঘটছিল। প্রায়ই জুমার নামাজের সময় এসব চুরি সংঘটিত হতো। শুক্রবার জুমার নামাজের সময় মিলের কিছু নিরাপত্তা কর্মী ও শ্রমিক নামাজে না গিয়ে চোর ধরার জন্য ওতপেতে থাকেন। এ সময় চোর সন্দেহে জয়কে আটক করা হয়। পরে তিন নিরাপত্তা কর্মী দুটি কুকুরকে ওই যুবকের ওপর লেলিয়ে দেন।...