মাধ্যমিক স্তরের নতুন বই (২০২৬ সালের) ছাপানোর বেশির ভাগ কাজ বাগিয়ে নিতে ফের সক্রিয় হয়ে উঠেছে একশ্রেণির মুদ্রণ প্রতিষ্ঠান। সম্প্রতি দরপত্রে অনিয়মের কারণে তিন শ্রেণির ক্রয় সংক্রান্ত আদেশ বাতিল করে দেয় সরকার। পরে সিন্ডিকেট ভাঙতে দরপত্রের আইনে সংশোধন আনা হয়। এতে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু বিতর্কিত মুদ্রণ প্রতিষ্ঠানকে কাজ দিতে এনসিটিবির বেশকিছু আওয়ামীপন্থি কর্মকর্তা মাঠে নামেন। তারা একই নিয়মে পুনরায় দরপত্র আহ্বান করতে শিক্ষা উপদেষ্টার কাছে সুপারিশ করেন। এজন্য প্রেস মালিকদের আন্দোলনের ভয়ভীতিও দেখান। তাই একই নিয়মেই আজ থেকে ক্রমান্বয়ে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির বইয়ের দরপত্র পুনরায় উন্মুক্ত করা হবে। একই সঙ্গে এনসিটিবি ও শিক্ষা মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তার যোগসাজশে কাগজের শর্ত শিথিল করে নির্দিষ্ট মুদ্রণ প্রতিষ্ঠানে কাজ দেওয়ার পরিকল্পনাও করা হচ্ছে বলে সূত্রে জানা...