২১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৫ এএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৫ এএম স্প্যানিশ ল লিগায় দাপট অব্যাহত রেখেছে রিয়াল মাদ্রিদ। শনিবার ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে কিলিয়ান এমবাপে ও এডার মিলিতাওয়ের গোলে এস্পানিওলকে ২-০ ব্যবধানে হারিয়ে লিগ টেবিলে শীর্ষে অবস্থান আরও মজবুত করল লজ ব্লাঙ্কোজরা। মৌসুমের দারুণ সূচনার পর সান্তিয়াগো বার্নাব্যুতে অঘটনের স্বপ্ন দেখছিল এস্পানিওল। তবে প্রথমার্ধের মাঝামাঝি সময়ে দুর্দান্ত এক শটে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন মিলিতাও। বিরতির পরপরই ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। এই ম্যাচ দিয়ে অবশেষে দীর্ঘদিন পর মাঠে ফিরেছেন ইংলিশ তারকা জুড বেলিংহ্যামও। ক্লাব বিশ্বকাপে কাঁধের অস্ত্রোপচারের পর প্রথমবার খেলতে নামেন তিনি। বদলি হিসেবে তিনি মাঠে নামেন এমবাপ্পের জায়গায়। শিষ্যদের সাফল্যে লা লিগায় রিয়ালের হয়ে টানা পাঁচ ম্যাচ জিতে শতভাগ সাফল্য ধরে রেখেছেন নতুন কোচ জাবি আলোনসো। ২২...