২১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৬ এএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৬ এএম চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের মধ্যকার হাইভোল্টেজ লড়াই একপর্যায়ে পরিণত হয়েছিল ১০ জনের লড়াইয়ে।সেই লড়াইয়ে সিংহভাগ সময় এগিয়েছিল ইউনাইটেডই।ব্যবধান কমিয়ে শেষ দিকে ব্লুজরা খেলা জমিয়ে তুললেও সমতয় ফিরতে পারেনি। ঘরের মাঠে শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-১ গোলে জিতেছে ইউনাইটেড।মাইলফলক ছোঁয়া গোলে ব্রুনো ফের্নান্দেস ইউনাইটেডকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান কাসেমিরো। একটু পর লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার। চেলসির গোলটি করেন ট্রেভো শ্যালাবা। এই জয়ে স্বস্তি হয়ে আসার কথা ইউনাইটেড কোচ রুবেন আমোরিমের।দলের বিবর্ণ পারফরম্যান্সের চাপ বাড়ছিল এই পর্তুগিজ কোচের উপর। এই জয়ে হয়তো সেটি কিছুটা কমবে। ম্যাচের পাঁচ মিনিটের মাথায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন চেলসির গোলরক্ষক রবার্ট সানচেজ। এর একটু পরেই ইউনাইটেডের হয়ে সব...