গবেষণা ও উদ্ভাবন সূচকে বিশ্বের ১৩৯টি দেশের মধ্যে এ বছর বাংলাদেশের অবস্থান ১০৬তম। গত বছর অর্থাৎ, ২০২৪ সালে এ সূচকে বাংলাদেশের অবস্থান একই ছিল। তবে এবার বাংলাদেশকে ছাড়িয়ে এ সূচকে অগ্রগতি করেছে কেনিয়া, ঘানাসহ আফ্রিকার কয়েকটি দেশ। প্রকাশিত সূচকে ঘানা ১০১তম, কেনিয়া ১০২তম স্থানে রয়েছে। এছাড়া আফ্রিকার আরেক দেশ নাইজেরিয়ার অবস্থান ১০৫তম। এছাড়া দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ শুধুমাত্র নেপালের চেয়ে ওপরে রয়েছে। জাতিসংঘের বিশেষায়িত সংস্থা বিশ্ব মেধাস্বত্ব সংস্থা (ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অর্গানাইজেশন–ডব্লিউআইপিও) গত ১৬ সেপ্টেম্বর গ্লোবাল ইনোভেশন ইনডেক্স–জিআইআই সূচকের ১৮তম সংস্করণ প্রকাশ করে। জিআইআই সূচক বিশ্লেষণে দেখা যায়, ২০২২ সালে বাংলাদেশ বেশ এগিয়েছিল। সে বছর এক লাফে ১৪ ধাপ অগ্রগতি করে ১০২তম অবস্থানে উঠে আসে। পরের বছরই পিছিয়ে পড়ে ১০৫তম স্থানে নেমে যায়। ২০২৪ সালে আরও এক ধাপ পিছিয়ে অবস্থান দাঁড়ায়...