গরু কেনাবেচা কেন্দ্র করে বিরোধের জেরে চুয়াডাঙ্গার জীবননগরে আপন দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। শনিবার সকালে উপজেলার উথলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক আনোয়ার হোসেন মিন্টা ও হামজা আলী গ্রামের বড় মসজিদপাড়ার মৃত খোদাবক্স মন্ডলের ছেলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয়রা জানান, শনিবার সকালে উথলী গ্রামের ৭২নং ব্রিজ মাঠে কৃষিকাজ করতে যান হামজা (৪৫) ও তার ভাই মিন্টা (৬০)। সকাল ৮টার দিকে ৮-১০ জন মিলে লাঠি ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে। এ সময় দুভাইকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে চলে যায় তারা। দুজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেন স্থানীয়রা। সেখানে নেওয়ার আগেই মারা যান হামজা। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান...