নাগরিকত্ব নিয়ে হতে চেয়েছিলেন রাজনীতিক * সহযোগীদের একজন থাইল্যান্ডে পালিয়েছেন বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট দাবি করা এনায়েত করিম চৌধুরী প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া শত শত কোটি টাকা বিদেশে পাচার করেছেন। এসব টাকায় তিনি বিদেশে একাধিক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এর মধ্যে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গরুর খামার, সুপার শপ ও ‘জার্ভিয়া ট্রেডিং’ নামে দুবাইয়ে তার একটি আবাসন কোম্পানি রয়েছে। এসব প্রতিষ্ঠানে অসংখ্য বাংলাদেশি কাজ করছেন। গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে এসব তথ্য উঠে এসেছে। দেশ থেকে নানাভাবে হাতিয়ে নেওয়া শত শত কোটি টাকা তিনি হুন্ডির মাধ্যমে পাচার করে এমন অসংখ্য প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছেন। এসব বিষয়ে ইতোমধ্যে অনুসন্ধান শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে এনায়েত জানিয়েছেন, তার লক্ষ্য ছিল বাংলাদেশের রাজনীতিতে জায়গা করে নেওয়া। এজন্য তিনি নাগরিকত্ব নেওয়ার পরিকল্পনা করেছিলেন। তার পৃষ্ঠপোষকতায় শুরু হয়েছিল একাধিক রাজনৈতিক দল...