শারদীয় দুর্গাপূজার আগেই দেশে নির্বাচন ও সংস্কার কাজে সংখ্যালঘু সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করা, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য সংখ্যালঘু কমিশন গঠন এবং আসন্ন দুর্গাপূজায় পাঁচ দিনের সরকারি ছুটি ঘোষণার দাবি জানিয়েছে সংখ্যালঘু অধিকার আন্দোলন।শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর রমনা কালী মন্দিরে ‘আমরণ অনশনরত অবস্থায়’ এক সংবাদ সম্মেলনে সংগঠনের মুখপাত্র সুস্মিতা কর এ দাবি জানান।৮ দফা দাবি বাস্তবায়ন, জাতীয় সংসদসহ সকল প্রতিনিধিত্বমূলক পর্যায়ে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু প্রতিনিধি নিশ্চিত করা এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গত শুক্রবার থেকে ঢাকা ও চট্টগ্রামে ‘আমরণ গণঅনশন’ কর্মসূচি পালন করছেন সংখ্যালঘু অধিকার আন্দোলনের প্রতিনিধিরা।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সুস্মিতা কর বলেন, ৮ দফা নিয়ে দফায় দফায় আলোচনার পরেও অন্তর্বর্তী সরকারকে কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করতে না দেখে আমরা হতাশ। অথচ ৮ দফা বাস্তবায়ন না হলে...