গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে নানা উদ্যোগ * দিনে আবাসিকে চাপ কমিয়ে শিল্প খাতে বাড়ানোর চিন্তা শীতকাল আসছে। তীব্র গরমের পর শীতের কয়েকটা মাস গ্যাস নিয়ে নানা দুর্ভোগ পোহাতে হয় গ্রাহকদের। বিদ্যুতের চাহিদা কিছুটা কমলেও তখন গ্যাসের উৎপাদন ও সরবরাহ চেইনে বিঘ্ন ঘটে। দেশের শিল্পকারখানা থেকে বাসাবাড়ি-সব জায়গায় গ্যাস সংকট দেখা দেয়। আসছে শীতে নানা খাতে গ্যাস সরবরাহে যেন সমস্যা না হয় সেজন্য বাড়তি এলএনজি দিয়ে চাহিদা মেটানো হবে। চলতি বছর গ্যাসের সমস্যা কমানোর জন্য এলএনজি আমদানি বাড়ানো হয়েছে ১০৮টি কার্গোতে। যা গত বছরের তুলনায় ১৪টি কার্গো বেশি। আমদানি করা এসব এলএনজির বাকি সব কার্গো ডিসেম্বরেই দেশে এসে পৌঁছানোর কথা রয়েছে। গ্যাস বিতরণ প্রতিষ্ঠানগুলো বলছে, গ্যাসের পাইপলাইনের শেষ দিকে যেসব এলাকা সেসব এলাকার গ্রাহকরা গ্যাস কম পাবেন। তবে শিল্পকারখানাগুলোতে গ্যাস সঠিকভাবে...