শেয়ারবাজারে দুর্বল কোম্পানি খান ব্রাদার্স পিপি ওভেন। গত এক মাসে কোম্পানিটির শেয়ারের দাম ১১৫ টাকা থেকে বেড়ে ১৬৩ টাকায় উন্নীত হয়েছে। শতকরা হিসাবে আলোচ্য সময়ে শেয়ারটির দাম বেড়েছে ৪২ শতাংশ। যে কোনো বিবেচনায় তা অস্বাভাবিক। একই অবস্থা ওরিয়ন ইনফিউশন, সোনালী পেপার এবং সানলাইফ ইন্স্যুরেন্সের মতো কোম্পানির ক্ষেত্রে। লেনদেন ও দাম বৃদ্ধি দুই খাতেই এগিয়ে রয়েছে এসব কোম্পানি। অর্থাৎ শেয়ারবাজারে দুর্বল কোম্পানির দাপট চলছে। সংশ্লিষ্টরা বলছেন, ৫ আগস্টের পর দেশের অর্থনীতির অন্যান্য খাতে ইতিবাচক পরিবর্তন এলেও ব্যতিক্রম শুধু শেয়ারবাজার। তাদের মতে, বাজারের এই অবস্থার পেছনে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নেতৃত্বের দুর্বলতা দায়ী। অর্থনীতিবিদরা বলছেন, আস্থার সংকট এখনো কাটেনি। এ অবস্থায় সোমবার যৌথভাবে সেমিনার করতে যাচ্ছে বিএসইসি এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। সেমিনারে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এবং বাংলাদেশ...