অর্থ উপদেষ্টার দ্বারে বিদ্যুৎ বিভাগ * ৫৭ মন্ত্রণালয় ও বিভাগের কাছে ডিপিডিসির পাওনা ৭৭৩ কোটি টাকা সরকারি বিভিন্ন সংস্থার কাছে বড় অঙ্কের বকেয়া আটকে যাওয়ায় আর্থিক টানাপোড়েনে পড়েছে বিদ্যুৎ বিভাগ। সংস্থাগুলোর কাছে ২৬১২ কোটি টাকা বকেয়া দাঁড়িয়েছে। এই বকেয়া বিলের মধ্যে সরকারপ্রধানের অফিসের ১২ কোটি এবং খোদ বিদ্যুৎ বিভাগের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের ১২ কোটি টাকাও আছে। দীর্ঘদিন ধরে বকেয়া আদায় না হওয়ায় বিদ্যুৎ ব্যবস্থাপনা বাধাগ্রস্ত হচ্ছে। বিশেষ করে উৎপাদন ও সরবরাহের প্রয়োজনীয় খরচ মেটাতে হিমশিম খাচ্ছে সরকার। বিতরণ ব্যবস্থায় এক ধরনের ঝুঁকিও তৈরি হয়েছে। এদিকে টাকার সংকট কাটাতে সম্প্রতি অর্থ উপদেষ্টার কাছে প্রয়োজনীয় বরাদ্দ চেয়ে আধা সরকারি পত্র (ডিও) দিয়েছেন বিদ্যুৎ উপদেষ্টা। খবর সংশ্লিষ্ট সূত্রের। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির জানান, ‘বিপুল পরিমাণ বিল অনাদায়ী থাকায়...